জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) ডাকা আজ শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবনসহ, কাকরাইল ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় দলটি। এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতির বক্তব্য রাখার কথা ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের। এছাড়া দলের শীর্ষ নেতৃবৃন্দও ওই সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

ঘোষণার কয়েক ঘণ্টার মাথায়ই সমাবেশ স্থগিতের ঘোষণা করলো দলটি।

প্রসঙ্গত, চেয়ারম্যান, মহাসচিবসহ দলের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল জাতীয় পার্টি। গতকাল বৃহস্পতিবার এই খবর আসার পর ওইদিন সন্ধ্যায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’র ব্যানারে মশাল মিছিল বের করা হয়।

Nagad

কাকরাইলের আশপাশে কাল সভা-সমাবেশ নিষিদ্ধকাকরাইলের আশপাশে কাল সভা-সমাবেশ নিষিদ্ধ এর আগে একই ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে কর্মসূচি পালিত হয়। এ সময় জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করার অধিকার নেই বলে দাবি করেন বক্তারা।

‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’র মিছিলটি বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এলে জাপা অফিস থেকে বের হওয়া একদল লোক হামলা করে। পরে বিক্ষুবব্ধ ছাত্র–জনতা জড়ো হয়ে পাল্টা হামলা ও ভাংচুর চালায়। একপর্যায়ে জাপা কার্যালয়র আগুন জ্বলতে দেখা যায়। আগুন কারা দিয়েছে, এ নিয়ে পরস্পরবিরোধী অভিযোগ করে উভয়পক্ষ।