নোরা ফাতেহিকে বাজে প্রস্তাব সহ্য করতে হয়েছিল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

বলিউডে আইটেম গানের ক্ষেত্রে জনপ্রিয়তার অন্য নাম নোরা ফাতেহি। ‘সাকি সাকি’ ও ‘দিলবার দিলবার’ সহ একের পর এক হিট গানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। তার নাচ দর্শকদের মুগ্ধ করে রেখেছে। তবে বলিউডে তার এই সফলতার পেছনে ছিল কঠোর সংগ্রাম ও প্রচুর চ্যালেঞ্জ।

মাত্র ২২ বছর বয়সে কানাডা থেকে মুম্বাইয়ে এসে বলিউডে নিজের অবস্থান তৈরি করতে নোরাকে প্রচুর অডিশন দিতে হয়েছে। শুরুর দিকে কাজ পাওয়ার জন্য তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতিশ্রুতি পেলেও, অনেক প্রস্তাবেই অসৎ উদ্দেশ্য ছিল। কিছু মানুষ তাকে কাজের প্রতিশ্রুতি দিয়ে, তাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। এমনকি কেউ কেউ তাকে ক্যাটরিনা কাইফের মতো হতে বাজে প্রস্তাবও দিয়েছিলেন।

একটি সাক্ষাৎকারে নোরা জানান, বলিউডের সংগ্রামী সময়গুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। বিভিন্ন অডিশন থেকে প্রত্যাখ্যাত হওয়ায় তাকে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। তিনি জানান, তার শুরুর পথ ছিল চরম হতাশার। এমনকি যশরাজ ফিল্মসের জন্য একটি অডিশনে প্রত্যাখ্যাত হওয়ার পর এতটাই হতাশ হয়েছিলেন যে, নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেছিলেন। অডিশনের পর তিনি ভেবেছিলেন কাজটি পেয়ে যাবেন, কিন্তু যশরাজ থেকে তাকে জানানো হয় তার পারফরম্যান্স ভালো হয়নি।

২০১৪ সালে ‘রোর: টাইগার অফ সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে নোরার। এরপর আইটেম গানের কাজ শুরু করেন এবং সেখানেই তিনি তার খ্যাতির শীর্ষে পৌঁছান। আজ তার নাচ ও অভিনয়ের জাদু বলিউডে ভিন্ন অবস্থান তৈরি করেছে।