বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যোগ দিলেন সালাউদ্দিন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলে দেশি কোচের অভাব নিয়ে আলোচনা চলছিল। সেই অভাব মেটাতে এবার জাতীয় দলের কোচিং প্যানেলে মোহাম্মদ সালাউদ্দিনকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে বিসিবির এই চুক্তি ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ নিয়োগ প্রসঙ্গে বলেন, ‘সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যোগ্য ব্যক্তিদের কোচিং প্যানেলে আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাউদ্দিনের মেধা ও অভিজ্ঞতা তাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে। তার হাত ধরে দেশের কোচিং স্টাফে আরও দক্ষ জনবল যোগ হবে বলে আমার বিশ্বাস।’

সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ এবং দীর্ঘ। এর আগেও তিনি জাতীয় দলের সঙ্গে সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন (২০০৬-২০১০) এবং বিসিবির ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতেও এক বছর দায়িত্ব পালন করেছেন। ঘরোয়া ক্রিকেটে সফল কোচ হিসেবে তার পরিচিতি রয়েছে, বিশেষ করে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একাধিক শিরোপা জেতার অভিজ্ঞতা তাকে বিশেষ জায়গায় নিয়ে গেছে।

আজ দুপুরে বিসিবি কার্যালয়ে ফারুক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তার নিয়োগ চূড়ান্ত করেন সালাউদ্দিন। তবে, আসন্ন আফগানিস্তান সিরিজে নয়, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে জাতীয় দলে তার আনুষ্ঠানিক দায়িত্ব শুরু হবে। সেই সফর থেকে শুরু করে ২০২৫ সালে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।