রাজধানীতে ৬ মামলার আসামি ‘বোমা আরমান’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলাসহ ৬টি মামলার অন্যতম আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে তাকে জেনেভা ক্যাম্প এলাকা থেকে আটক করা হয় বলে আজ (৮ নভেম্বর) র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম গণমাধ্যমকে জানান।

গত ১ নভেম্বর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বোমা আরমানের গ্রুপের ছোড়া বোমায় রাজসহ আরও ১০-১২ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের মধ্যে রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাজের খালাতো বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায়। তথ্য-প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বোমা আরমানকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, আরমানকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।