খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল
হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলা বাতিল করেছেন। একই সঙ্গে বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে করা ৬টি মামলাও বাতিল করা হয়েছে।
আজ বুধবার (১৩ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০১৬ সালে চট্টগ্রামে ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের। মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সম্পৃক্ততা দাবি করে অভিযোগ করা হয়, বিএনপি নেতা ইরাদ আহমেদ সিদ্দিকীর ওই হুমকি পোস্টটি বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তে অনুমোদিত।
এর আগে, গত ৩০ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা ও বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে করা ১১টি মামলাও বাতিল করেন।