ঘরের মাঠে মালদ্বীপের কাছে হারলো বাংলাদেশ
গোল মিসের হতাশাজনক মাশুল দিয়ে বুধবার (১৩ নভেম্বর) ঘরের মাঠে মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরে গেল বাংলাদেশ ফুটবল দল। শুরু থেকেই আধিপত্য বিস্তার করেও গোলের সুযোগগুলো কাজে লাগাতে না পারায় এই হার বরণ করতে হলো।
বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচের প্রথমার্ধে ভালো খেলেও ১৮ মিনিটে মালদ্বীপ এগিয়ে যায় এবং সেই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে। ফরোয়ার্ডদের একের পর এক মিসের কারণে দর্শকদের হতাশ হতে হলো। শেষ দিকে রাকিবের ফ্লিকও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে ব্যর্থ হয় বাংলাদেশ।