বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে প্যারাগুয়ের চমক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে চমকের মুখে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে প্যারাগুয়ের দেল চাকো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে এগিয়ে গেলেও জয় ধরে রাখতে ব্যর্থ হয় লিওনেল মেসির দল। গত পাঁচ বছরে এটি আর্জেন্টিনার মাত্র চতুর্থ হার।

ম্যাচের ১১ মিনিটে লাওতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ১৯ মিনিটেই আন্তোনিও সানাব্রিয়ার চমৎকার বাইসাইকেল কিকে সমতা ফেরায় প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে ওমর আলদেরেতের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা, যা শেষ পর্যন্ত ম্যাচের জয়সূচক গোল হিসেবে প্রমাণিত হয়।

ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে রাখলেও আর্জেন্টিনা খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তাদের ৯ শটের মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্যে। অন্যদিকে প্যারাগুয়ের ৮ শটের দুটি লক্ষ্যে থাকলেও উভয়টি পরিণত হয় গোল।

এ হারের পরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা।