ইসরায়েলি হামলায় লেবাননে ১২, সিরিয়ায় নিহত ১৫

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

সিরিয়ার দামেস্কের মাজ্জেহ এলাকায় ইসরায়েলি হামলার পরে লোকেরা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে। ছবি : এএফপি

ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকে একটি সিভিল ডিফেন্স সেন্টারে ১২ জন লেবানিজ উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এ হামলার কিছুক্ষণ আগে সিরিয়ার রাজধানী দামেস্ক ও এর আশপাশে হামলায় নিহত হন আরও ১৫ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সিভিল ডিফেন্স বাহিনী হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত নয়, বরং যুদ্ধবিধ্বস্ত দেশে গুরুত্বপূর্ণ উদ্ধার ও স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। মন্ত্রণালয় এ ঘটনাকে ‘লেবাননের রাষ্ট্র-পরিচালিত স্বাস্থ্যসেবায় বর্বরোচিত হামলা’ আখ্যা দিয়ে নিন্দা জানায় এবং জানায়, দুই ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় হামলা।

একই সময়ে সিরিয়ার মাজ্জেহ এলাকায় ইসরায়েলি হামলায় পাঁচতলা ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কুদসাইয়ায়ও হামলা চালানো হয়। সিরিয়ার সংবাদমাধ্যম জানায়, এই হামলায় ১৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।