নভেম্বরের ১৬ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, চলতি মাস নভেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৫ কোটি ৫১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

এই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৪২ কোটি ৭ লাখ ডলার, বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ১৪ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩২ লাখ ২০ হাজার ডলার।

অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স আসে প্রায় ২৪০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৮৫৬ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আসে ১৯০ কোটি ডলার। এর আগের মাস জুনে দেশে সর্বোচ্চ ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল।

বাংলাদেশের ইতিহাসে মাসওয়ারি সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে, যা ছিল ২৬০ কোটি মার্কিন ডলার। বছরওয়ারি হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২১ অর্থবছরে, মোট ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

প্রবাসীদের পাঠানো এ আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Nagad