নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপি ক্ষমতায় আসুক বা না আসুক, নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।” তিনি আরও বলেন, নির্বাচনের জন্য দেরি করা হলে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে।

ফখরুল আলমগীর সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি সরকারকে সংস্কারের পরামর্শ দিয়ে বলেন, “সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে সংস্কার করা সম্ভব নয়। আমরা অবশ্যই সংস্কার চাই এবং সেটা বাস্তবায়ন করতে চাই।” এসময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন নিয়ে সঠিক পরিকল্পনা প্রত্যাশা করেন।

ফখরুল ইসলাম আলমগীর সরকারের ১০০ দিনের কর্মসূচি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী রোড ম্যাপের অভাব ছিল, যা বিএনপির জন্য হতাশাজনক।” তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ইঙ্গিত করে বলেন, “দেশে শান্তির পরিস্থিতি নেই, তবে জনগণ পরিস্থিতি মেনে নিচ্ছে।”

এছাড়া তিনি সরকারের কাছে সিন্ডিকেট ভাঙার এবং জনগণের জন্য বাস্তবসম্মত সমাধান প্রদানের আহ্বান জানান।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, এবং কেএম রকিকুল ইসলাম রিপন প্রমুখ।

Nagad