উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ
ইউরোপীয় ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর উয়েফা নেশনস লিগের চতুর্থ আসরের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মানি, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচগুলো আকর্ষণীয় লড়াই উপহার দেওয়ার অপেক্ষায়।
কোয়ার্টার ফাইনালের মুখোমুখি দলগুলো:


স্পেন বনাম নেদারল্যান্ডস, ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, পর্তুগাল বনাম ডেনমার্ক, জার্মানি বনাম ইতালি।
প্রথম লেগের ম্যাচগুলো ২০ মার্চ, ফিরতি লেগ ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল হবে ৪ ও ৫ জুন, আর ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ৮ জুন।