নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণাই চূড়ান্ত: প্রেস উইং

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, জানিয়েছে তার প্রেস উইং। রোববার (২৪ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তিনি স্পষ্ট করেন, অন্য কারো দেওয়া তারিখ বা মন্তব্য তাদের ব্যক্তিগত মতামত।

একই অনুষ্ঠানে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, নির্বাচন কমিশন গঠন আইন অনুযায়ী হয়েছে এবং এ নিয়ে ব্যক্তিগত মতামত দেওয়ার সুযোগ রয়েছে। তবে গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন প্রসঙ্গে তিনি জানান, কমিশন ডিসেম্বরের মাঝামাঝি প্রতিবেদন জমা দেবে, যা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের হয়রানির বিষয়ে তিনি উল্লেখ করেন, সরকার এ ধরনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নজরে আসা বিষয়গুলোতে পদক্ষেপ নেওয়া হবে।