কক্সবাজার থেকে সেন্টমার্টিনে ৬৩০ যাত্রী নিয়ে বার আউলিয়ার যাত্রা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

সংগৃহীত ছবি

কক্সবাজার থেকে ৬৩০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া। আজ রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজটি ছেড়ে যায়। এটি দুপুর ৩টার দিকে সেন্টমার্টিনে পৌঁছাবে বলে জানানো হয়েছে।

বার আউলিয়ার যাত্রার সময় পর্যটকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। এদিকে পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরাও খুশি।

নাফ নদীতে ডুবোচর জেগে ওঠা এবং মিয়ানমার সীমান্তে উত্তেজনার কারণে বর্তমানে টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে তিনটি জাহাজ। এর মধ্যে কেয়ারি সিন্দাবাদ বৃহস্পতিবার ছাড়ার কথা থাকলেও যাত্রী সংকটে তা হয়নি।

কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে প্রতিদিন বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ ছাড়ছে। যাত্রীরা জাহাজের টিকিট বুকিং করার পর ট্রাভেল পাস পাচ্ছেন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে গত বছরের জানুয়ারিতে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করা হয়।

Nagad