বিমানবন্দরে সুবর্ণা মুস্তাফার বিদেশযাত্রায় আটকে দিল পুলিশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে শনিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রা থেকে বাধা দেওয়া হয়। এ সময় তাকে আটক করা হয়েছে। জানা গেছে, চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছিলেন তিনি।

পারিবারিক সূত্র জানিয়েছে, চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাচ্ছিলেন সুবর্ণা। তার সঙ্গে ছিলেন স্বামী, নির্মাতা বদরুল আনাম সৌদ। ইমিগ্রেশন ও চেক-ইন সম্পন্ন করার পর বোর্ডিং লাউঞ্জে অপেক্ষারত অবস্থায় এনএসআই-এর পর্যবেক্ষণের কারণে তাকে যেতে বাধা দেওয়া হয়।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সুবর্ণার ৩ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসকের সঙ্গে দেখা করার সময় নির্ধারিত ছিল।

উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা ২০১৯-২০২৪ পর্যন্ত আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।