বানারীপাড়ায় খাস জমি দখল-বিক্রির ফাঁদে সর্বস্বান্ত ৮ পরিবার
বরিশালের বানারীপাড়ায় প্রভাব খাটিয়ে খাস জমি দখল করে বিক্রির অভিযোগ উঠেছে। এতে প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছে অন্তত ৭-৮টি পরিবার।
ভুক্তভোগী সাকির জানান, ২০২০ সালের জানুয়ারিতে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সত্য রঞ্জন কুন্ডুর কাছ থেকে ১৮৩ নম্বর দাগের ১.৭৪ শতাংশ জমি ক্রয় করেন। তবে পরবর্তীতে জানা যায়, তাকে সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়া হয়, যা আসলে খালের জায়গা। জমিজমা সম্পর্কে না বুঝে সেখানে ২৮ লাখ টাকা ব্যয়ে একতলা পাকা বাড়ি নির্মাণ করেন তিনি।


ভুক্তভোগী আরও জানান, খাস জমিতে থাকতে না চাওয়ায় জমির মূল্যসহ ক্ষতিপূরণ দাবি করেন তিনি। কিন্তু সত্য রঞ্জন কুন্ডু নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে সাকির বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
সত্য রঞ্জন কুন্ডুর বিরুদ্ধে এ ধরনের প্রতারণার অভিযোগে আরও ৭-৮টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ভুক্তভোগীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধান দাবি করেছেন। বিষয়টিকে কেন্দ্র করে পৌর শহরের জনমনে বিভিন্ন প্রশ্নের উত্থাপন ও ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। এছাড়াও সত্য রঞ্জন কুণ্ডুর প্রতারণায় আরো ৭/৮ টি পরিবার খাস জমিতে পাকা বসতঘর গড়ে তুলে তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। সত্য রঞ্জন কুণ্ডুর এই প্রতারণার বিষয়টি তদন্ত-পূর্বক সঠিক সমাধান চায় ভুক্তভোগীরা।