অর্থপাচার মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
অর্থপাচারের অভিযোগে সাত বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
মামলার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ওমর সাদাত ও সাব্বির হামজা। অপরদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।


২০১১ সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়, ২০০৪ সালে একটি বিদেশি কোম্পানির পক্ষ থেকে ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা মামুনের লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে জমা হয়।
২০১৯ সালে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত মামুনকে সাত বছরের কারাদণ্ড এবং ১২ কোটি টাকা অর্থদণ্ড দেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মামুন।
২০০৭ সালে গ্রেপ্তার হওয়া মামুন চলতি বছরের ৬ আগস্ট কারামুক্ত হন। আজ হাইকোর্টের রায়ে তিনি খালাস পেলেন, যা বিচারিক আদালতের রায়কে বাতিল করেছে।