মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালককে বরণ করল রাউজান সরকারি কলেজ শিক্ষক পরিষদ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন রাউজান সরকারি কলেজের শিক্ষক পরিষদ। এসময় মাউশি পরিচালক চট্টগ্রামে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষকদের দ্রুত সময়ে ভোগান্তিহীন প্রতিশ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল কাজ শুরু করেছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সেলিম নাওয়াজ চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক শওকত উদ্দিন ইবনে হোসেন, যুগ্ম সম্পাদক জহুরুল আলম জীবন, সহকারী অধ্যাপক মোঃ নুরুল আব্বাছ, মোঃ তসলিম উদ্দিন, শিক্ষক পরিষদের সদস্য এস এম হাবিব উল্লাহ, মোঃ আতিক উল্লাহ চৌধুরী এবং শামসুল আনোয়ার প্রমুখ।

