বিদেশে চিকিৎসা খাতে বাংলাদেশ হারাচ্ছে ৫ বিলিয়ন ডলার: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার চলে যাচ্ছে। তিনি বলেন, অনেক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসায় বিদেশ গিয়ে চিকিৎসা নেন, যার ফলে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।
রোববার (১৫ ডিসেম্বর) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) বাংলাদেশ আয়োজিত ‘ক্রস বর্ডার ডাটা ফ্লো: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক কর্মশালায় বক্তৃতা প্রদানকালে গভর্নর এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মোবাইল সিস্টেম, ক্ষুদ্র-মাঝারি খাত ও ট্যুরিজম সেক্টর থেকে অনেক তথ্য তৈরি হচ্ছে, কিন্তু তা ব্যবহৃত হচ্ছে না, ফলে দেশ তা থেকে কোনো ভ্যালু পাচ্ছে না।


কর্মমালা সঞ্চালনা এবং সূচনা বক্তব্য দেন পিআরআই চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. জায়েদি সাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নিধি পারেখ। প্রবন্ধের বাংলাদেশ অংশ তুলে ধরেন পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।
গভর্নর আহসান বলেন, তথ্য সংগ্রহ, মাইনিং ও স্টোরেজ ব্যবস্থায় উন্নতি ঘটাতে পারলে দেশের উন্নতি সম্ভব হবে। তথ্যের নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তায়ও অধিক মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা উঠে আসে তাঁর বক্তব্যে।
তিনি আরও বলেন, “বাংলাদেশে ডেটা স্টোরেজের কোনো নির্দিষ্ট পলিসি নেই, আর স্থানীয় ক্লাউড সার্ভিসগুলো এখনও যথেষ্ট উন্নত হয়নি, যার কারণে তথ্য সংরক্ষণে সমস্যা তৈরি হচ্ছে।”
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিআরআই গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি ডিরেক্টর মহিবুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাব্বির হোসেন প্রমুখ।