টহল বাড়িয়ে ছিনতাই শূন্যের কোটায় আনতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

ছিনতাই শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ বাহিনীকে টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ দিনগুলো ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দুই উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাধারণত শেষ রাতে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। এজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, রাতে টহল বাড়িয়ে ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

বৈঠকে ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এছাড়া, তাবলিগ জামাতের ইজতেমা পূর্বের নিয়ম অনুযায়ী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ফ্যাসিস্ট সরকার পতনের পর যারা আত্মগোপনে আছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে এবং যারা বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে, তাদের গ্রেফতার অভিযান আরও জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”

Nagad