নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নির্বাচন নিয়ে অত্যন্ত স্পষ্ট রোডম্যাপ তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এর চেয়ে আরও সুস্পষ্ট রোডম্যাপ আর কী হতে পারে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আলোচনায় উল্লেখ করেছেন, ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সুনির্দিষ্ট তারিখ নির্বাচন কমিশনই ঘোষণা করবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।


শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে শফিকুল আলম বলেন, স্কুল-কলেজের বদলি ও পদোন্নতিতে ঘুষের যে চিত্র উঠে এসেছে, তা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার পুরো শিক্ষাখাতের গুণগত পরিবর্তন আনতে কাজ করছে।
শিক্ষা কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষায় গুণগত উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই পরিমার্জন করে আধুনিকায়ন করা হবে।
প্রেস সচিব আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নাম পরিবর্তন করে শুধু ‘বিশ্ববিদ্যালয় কমিশন’ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষাকে বিশ্বমানের করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষা খাতে বরাদ্দ অনেক কম। আগের সরকার কিছু অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ করেছে, কিন্তু শিক্ষায় প্রয়োজনীয় বরাদ্দ দিতে ব্যর্থ হয়েছে। তাই নতুন উদ্যোগে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করেন, এসব পদক্ষেপের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।