ইন্টারকন্টিনেন্টাল কাপ: বছরের পঞ্চম শিরোপা রিয়াল মাদ্রিদের
নতুন আঙ্গিকে আয়োজিত ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে মেক্সিকোর পাচুকা এফসিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দাপুটে জয়ে চলতি বছর পঞ্চম ট্রফি নিয়ে বছর শেষ করল কার্লো আনচেলত্তির দল।
চলতি বছর চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পর ইন্টারকন্টিনেন্টাল কাপ শিরোপা জয়ে আরও একবার সাফল্যের স্বাক্ষর রাখল ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ।


ইন্টারকন্টিনেন্টাল কাপ এবার নতুন আঙ্গিকে ছয় মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে শুরু হয়। এর প্রথম আসরের ফাইনালে সরাসরি খেলার সুযোগ পায় রিয়াল।
৩৭তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের দারুণ কাটব্যাক থেকে সুযোগ পেয়ে ফরাসি ফরোয়ার্ড শীতল ভঙ্গিতে বল জালে পাঠান।
বিরতির পর ৫৩তম মিনিটে রদ্রিগো দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের মাথা থেকে বাঁকানো শটে গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যদিও রেফারি ভিএআর রিপ্লে দেখে গোলের সিদ্ধান্ত নিশ্চিত করেন।
৮৪তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের তৃতীয় গোলটি করেন ভিনিসিউস। লুকাস ভাসকেসকে ফাউল করায় পাচুকার খেলোয়াড়ের বিপক্ষে পেনাল্টি আদায় করেন রেফারি। সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
এই শিরোপা জয়ে রিয়াল মাদ্রিদ আরও একবার প্রমাণ করল কেন তারা ইউরোপ ও বিশ্ব ফুটবলে সফলতার শীর্ষে।