৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে।”

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমরা ষড়যন্ত্রকারীদের তাদের মতো করে জবাব দেব না। আমাদের জবাব হবে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন। যা আমরা ৩১ দফার মাধ্যমে ঘোষণা করেছি। এই কর্মসূচি সফল করার জন্য জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে।”

কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, “৩১ দফার প্রতিটি পদক্ষেপ দেশের রাজনীতি ও অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য অপরিহার্য।”

দিনব্যাপী কর্মশালার সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোরহাবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মশালায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল ৩১ দফার নানা দিক তুলে ধরেন। কর্মশালায় তৃণমূল পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তির পরিচায়ক হিসেবে গুরুত্ব পায়।

Nagad

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।