বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আজ শনিবার তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন ইসমাইল হোসেন। গোয়েন্দা পুলিশের সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে ডিবি কার্যালয়ে নিয়ে তার পিসিপিআর যাচাই করা হয়। যাচাই শেষে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, “সন্দেহজনকভাবে আটকের পর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন যাচাই করা হচ্ছে, তার বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা রয়েছে কি না। যদি কোনো মামলা পাওয়া যায়, তবে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।”
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সচিব ইসমাইল হোসেনের সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।