বিপিএল ২০২৪: মাঠে থাকবেন ১২ আম্পায়ার, নতুন প্রযুক্তি ও নানা আয়োজন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

সংগৃহীত ছবি

আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের ১১তম আসর, যা আগের সব আসরের থেকে একেবারেই নতুন আঙ্গিকে পরিচালিত হবে বলে জানিয়েছেন বিপিএল সভাপতি ফারুক আহমেদ। এবারের আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ আয়োজন করেছে, যার মধ্যে ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি বর্ণীল সঙ্গীতানুষ্ঠান।

বিপিএল কর্তৃপক্ষ আম্পায়ারদের তালিকা চূড়ান্ত করেছে। এবারের বিপিএলে মাঠে দায়িত্ব পালন করবেন ১২ জন আম্পায়ার, যার মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ জন। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এই আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। দর্শকদের জন্যও বিভিন্ন আকর্ষণীয় আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। বিপিএলের মাসকট ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে এবং আসরের থিম সংও থাকবে। এছাড়া, প্রথমবারের মতো বিভিন্ন শহরে উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করা হবে। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কনসার্ট।