আখাউড়ায় গর্তে ফেলে নারীকে পুড়িয়ে হত্যা, মরদেহের পরিচয় শনাক্তে তদন্ত চলছে

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্ত খুঁড়ে তার মধ্যে একজনকে পুড়িয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মরদেহের অধিকাংশই পুড়ে যাওয়ায় তা পুরুষ না নারী, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে দেহের হাতে চুরি থাকায় এটি কোনো নারীর মরদেহ বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার গাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ফারহান রনি (২৭) নামে একজনকে আটক করেছে। আটক রনি দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানায়, গাজীর বাজার এলাকার এনামুল ও রোমানের বাড়ি থেকে রাজহাঁস চুরির অভিযোগে হাঁস খুঁজতে গিয়ে তারা শাহনেওয়াজ ভূঁইয়ার জমিতে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সন্দেহ হলে তারা সেখানে গিয়ে পুড়তে থাকা মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বলেন, “একজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনিকে আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Nagad