নির্বাচন নিয়ে অধৈর্যতা সংস্কার কার্যক্রমে বাধা দিচ্ছে: আসিফ মাহমুদ
নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে অধৈর্য হওয়া সরকারের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। তবে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।’
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরের কাহারোলে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


আসিফ মাহমুদ বলেন, ‘বর্তমান সরকারের সামনে সংস্কারের মাধ্যমে গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ রয়েছে। রাজনৈতিক সরকারের কাজের ক্ষেত্রে সংকট থাকলেও সংস্কারের মাধ্যমে এ পরিস্থিতি উত্তরণ সম্ভব।’
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ‘সরকার ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটি টাইমলাইন দিয়েছে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে সংস্কার কার্যক্রমের অগ্রগতির ওপর। তিন মাসের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট প্রকাশ করবে। এসব রিপোর্ট রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। সংস্কার শেষ হলেই নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে।’
তিনি আরও বলেন, ‘সরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রাসঙ্গিক সব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। কাউকে বাদ না দিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।’
আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বলেন, ‘আমি এখন বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। তাই এ আন্দোলনের সিদ্ধান্ত বা ভূমিকা সম্পর্কে আমি কিছু বলতে পারব না। তবে সরকার যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, তা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের দিকেই যাচ্ছে।’