দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ যদি তাদের দায়িত্ব দেন, তবে চাঁদাবাজি, দখলদারি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে একটি প্রহসনমুক্ত ও ন্যায়ের বাংলাদেশ গড়ে তোলা হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ এবং খ্রিস্টানরা পরস্পরের প্রতিবেশী হিসেবে বন্ধুসুলভ পরিবেশে বাস করবে। তাদের সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করার মানসিকতা পরিহার করতে হবে। এটি একটি শয়তানি চক্রের কাজ, যারা সমাজে বিভাজন সৃষ্টি করতে চায়।”
তিনি আরও বলেন, “এ দেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে। আমরা বিভাজন নয়, ঐক্যের বার্তা দিচ্ছি।”
গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুবুর রহমান বেলালসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা।
সম্মেলনে নেতারা দেশের উন্নয়ন, সুশাসন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।