তুরস্কে গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২
তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের একটি গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে বালিকেসিরের কারেসি জেলায় অবস্থিত অস্ত্র তৈরির কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানার একটি অংশ ধসে পড়ে।


তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। তবে হামলার সম্ভাবনা অস্বীকার করেছে কর্তৃপক্ষ।
বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, আগুনের গোলা আকাশে উড়ছে এবং ঘটনাস্থলে স্টিলের টুকরো ছড়িয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা সিএনএন তুর্ককে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে আশপাশের কোতেলি শহরজুড়ে কম্পন অনুভূত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে এবং উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস, স্বাস্থ্য ও নিরাপত্তা ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ টাঙ্ক জানিয়েছেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে বিস্ফোরণের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হবে।