আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নৈরাজ্যের অভিযোগ গণতন্ত্র মঞ্চের
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ, জনদুর্ভোগ কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে রাজধানীর পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এই সমাবেশে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মঞ্চের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সাড়ে চার মাস ধরে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ক্রমাগত বেড়েই চলছে। মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতিও চরম অবনতির দিকে, যার ফলে দেশে একধরনের সামাজিক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে।


নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে টিকে থাকলেও তাদের সঙ্গে খোলামেলা আলোচনায় বসছে না। তিনি আরও বলেন, সমস্যাগুলো নিয়ে সবার সঙ্গে কথা বললে সমাধানের পথ বের করা সম্ভব।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারের ওপর চাপ তৈরি করে বলেন, “ক্ষুধার্ত পেটে সংস্কারের টেবলেট কাজ করবে না। মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়া ঠিক হবে না।”
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু কুমিল্লায় প্রবীণ মুক্তিযোদ্ধার অপমানের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবমাননা। তিনি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি সিরাজ মিয়া।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুরানা পল্টনে এসে শেষ হয়।