আয়কর রিটার্ন জমার সময়সীমা এক মাস বৃদ্ধি
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে সরকার। নতুন সময় অনুযায়ী, করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এর আগে, রিটার্ন জমার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে।


এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, “করদাতাদের সুবিধার্থে এবং প্রয়োজন বিবেচনায় ব্যক্তিশ্রেণি ও কোম্পানির করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো হয়েছে। এতে অনলাইনে ই-রিটার্ন এবং অফলাইনে কাগজপত্র জমার ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে।”
গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন জমার ব্যবস্থা চালু হয়। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় আট হাজার ই-রিটার্ন জমা পড়ছে। দেশের ১ কোটি ৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) থাকলেও প্রতিবছর গড়ে ৪০ লাখ করদাতা রিটার্ন জমা দেন।