নির্দেশনা অমান্য করে রাজধানীতে আতশবাজি ও উল্লাসে নববর্ষ উদযাপন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইংরেজি নববর্ষ উদযাপনে রাজধানীজুড়ে আতশবাজি, ফানুস উড়ানো এবং উচ্চস্বরে গান বাজানোর মাধ্যমে ২০২৫ সালকে বরণ করে নেয় মানুষ।

বুধবার (১ জানুয়ারি) রাত ১২টা বাজতেই আতশবাজির আলোয় রঙিন হয়ে ওঠে রাতের আকাশ। বিভিন্ন স্থানে বাড়ির ছাদে ডিজে পার্টি এবং গান-বাজনার মাধ্যমে চলতে থাকে উদযাপন। তবে তীব্র শব্দ ও উন্মাদনায় শিশু ও রোগীরা ভোগান্তির শিকার হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিরাপত্তা বিধিনিষেধের কারণে বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়া হয়। তবে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে স্বতঃস্ফূর্তভাবে নতুন বছরকে স্বাগত জানান।

পুরান ঢাকার শাঁখারীবাজার, চকবাজার, লালবাগ থেকে শুরু করে ধানমন্ডি, আজিমপুর, মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি আর উল্লাসের মাধ্যমে নববর্ষ উদযাপন করা হয়।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশনায় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছিল। তবে অনেক এলাকায় এই নির্দেশনা কার্যকর হয়নি।

ডিএমপির আদেশে বার বন্ধ রাখা এবং হোটেলগুলোতে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের শর্ত দেওয়া হলেও বেশিরভাগ জায়গায় তা উপেক্ষিত হয়।

Nagad