ডলারের দাম নির্ধারণে ব্যাংকগুলোর স্বাধীনতা: কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

নতুন বছরের শুরুতে বৈদেশিক মুদ্রার বাজার আরও বাজারভিত্তিক করতে কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৫ জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ব্যাংকগুলোর (এডি শাখা) গ্রাহক ও ডিলাররা আলোচনার মাধ্যমে ডলারের দাম নির্ধারণ করতে পারবে।

এছাড়া, বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য সরবরাহে সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিদিন এক লাখ ডলারের বেশি লেনদেনের তথ্য বেলা সাড়ে ১১টার মধ্যে এবং দিনের সব লেনদেনের তথ্য বিকেল সাড়ে ৫টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

আগামী ১২ জানুয়ারি থেকে প্রতিদিনের লেনদেনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক একটি ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস প্রকাশ করবে। এটি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া, বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি হস্তক্ষেপ নীতিমালা প্রকাশের কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই নীতিমালা বাজারকে অস্থিতিশীলতা থেকে রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৫ সালের মধ্যে ডলারের দাম পুরোপুরি বাজারভিত্তিক করার সুপারিশ করেছিল। কেন্দ্রীয় ব্যাংক এই লক্ষ্য বাস্তবায়নে ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করছে।

Nagad