সেমিকন্ডাক্টর শিল্পে অগ্রযাত্রায় বিডার নেতৃত্বে জাতীয় টাস্কফোর্স গঠন
বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সরকার একটি জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করেছে। বুধবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রজ্ঞাপনে ১৩ সদস্যের এ টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশকে একটি বৈশ্বিক গন্তব্যে রূপান্তরিত করাই এই টাস্কফোর্সের মূল লক্ষ্য। এশিয়া-প্যাসিফিক সাপ্লাই চেইনের নিকটবর্তী অবস্থান, দক্ষ যুবশক্তি ও কম শ্রম ব্যয়ের সুবিধাকে কাজে লাগিয়ে চিপ ডিজাইন, টেস্টিং এবং অ্যাসেম্বলিং শিল্পে দেশের সক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।


টাস্কফোর্সের সদস্যরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আইসিটি বিভাগের সচিব এবং সেমিকন্ডাক্টর শিল্পের দেশীয় ও প্রবাসী উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত। আগামী জানুয়ারির শেষ নাগাদ একটি প্রতিবেদন জমা দেওয়া হবে, যাতে নীতিমালা, অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের প্রস্তাবনা থাকবে।
এই টাস্কফোর্স বাংলাদেশের উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
বিডার নেতৃত্বে গঠিত ১৩ সদস্যের এ টাস্কফোর্সে সদস্য হিসেবে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। তাদের সঙ্গে রয়েছেন উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এনায়েতুর রহমান, প্রাইমসিলিকন টেকনোলজির চেয়ারম্যান ইশতাক আহমেদ ও নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার। এই তিনজন টাস্কফোর্সে সেমিকন্ডাক্টর শিল্পের দেশীয় উদ্যোক্তা হিসেবে থাকবেন।
টাস্কফোর্সে সেমিকন্ডাক্টর খাতের প্রযুক্তিবিদ বা বিশেষজ্ঞ হিসেবে সদস্য করা হয়েছে তিনজনকে। তারা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান এ বি এম হারুন-উর-রশিদ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সৈয়দ মাহফুজুল আজিজ।
বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ বা শিক্ষাবিদ বা শিল্পোদ্যোক্তা শ্রেণিতে তিনজনকে টাস্কফোর্সে রাখা হয়েছে। তারা হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রিন কোয়েস্টের প্রতিষ্ঠাতা মাশুক রহমান, সিলিকন ভ্যালিভিত্তিক সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ মোস্তাফিজ চৌধুরী ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) নির্বাহী পরিচালক জহিরুল আলম। এতে সদস্যসচিব হিসেবে কাজ করবেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান।