জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে জনগণের প্রত্যাশা জানতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তারা লিফলেট বিতরণ, সমাবেশ এবং জনসংযোগের মাধ্যমে জনমত সংগ্রহ করবে।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন।


সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, “৩১ ডিসেম্বর শহীদ মিনারে আয়োজিত মার্চ ফর ইউনিটিতে আমরা ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জানিয়েছি। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই এই ঘোষণাপত্র জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আমরা মনে করি।”
তিনি আরও বলেন, “সরকার এখনো ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। এই বিষয়ে আলোচনা ও পদক্ষেপ নেওয়া জরুরি। আমরা সরকারের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত। তবে ফ্যাসিবাদী নীতিতে দমিয়ে রাখা জনগণের কণ্ঠকে আমরা মাঠ পর্যায়ে নিয়ে যেতে চাই। এই কর্মসূচির মাধ্যমে মানুষের প্রত্যাশা তুলে ধরতে চাই।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে পৌঁছানো হবে বলে জানানো হয়েছে। জনগণের মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের চাপ তৈরির আহ্বান জানিয়েছেন নেতারা।
আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি না হলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সংগঠনের নেতারা।