তুরাগ নদী এলাকায় সমাবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

তুরাগ নদীসহ উত্তরা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি স্থগিতের আদেশ প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এর আগে ১৮ ডিসেম্বর সংঘর্ষের ঘটনার পর ডিএমপি ওই এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করে।

গত ১৭ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা সাদ ও জুবায়েরপন্থি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার পরদিন, ১৮ ডিসেম্বর, ডিএমপি ওই এলাকায় সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

ডিএমপির নতুন গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় সভা-সমাবেশ এবং অন্যান্য কর্মসূচি স্থগিতের যে আদেশ দেওয়া হয়েছিল, তা ৩ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হলো।

ডিএমপির এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় এখন থেকে পূর্বের মতো সভা-সমাবেশ আয়োজন করা যাবে।

Nagad