বিজিবির অভিযানে ১৪৭ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

গত ডিসেম্বর মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪৭ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।

সোমবার (৬ জানুয়ারি) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ১৯২ গ্রাম স্বর্ণ, ১০ কেজি ১২৫ গ্রাম রুপা, লাখ লাখ কসমেটিকস সামগ্রী, কাঠ, চা পাতা, সুপারি, চিনি, বিভিন্ন ধরনের ফল ও বীজ, রসুন, জিরা, যানবাহন এবং একাধিক দুষ্প্রাপ্য দ্রব্য। এছাড়া উদ্ধার হয়েছে ১টি কষ্টি পাথরের মূর্তি, সাপের বিষ, অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ।

মাদক জব্দের তালিকায় রয়েছে ২ লাখ ৬৬ হাজার ২৬২ পিস ইয়াবা, ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ কেজি ২৬৭ গ্রাম হেরোইন, ২৮ হাজার ৯১৩ বোতল ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা এবং বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ।

বিজিবি জানায়, অভিযানে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৮ জন এবং সীমান্ত অতিক্রমের দায়ে ৪২৬ বাংলাদেশি ও ১৮ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এ ছাড়া অনুপ্রবেশের দায়ে ৭৭২ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি নিয়মিত অভিযানের মাধ্যমে সীমান্তে চোরাচালান রোধে কার্যকর ভূমিকা রেখে চলেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Nagad