বিশ্বের ‘খুবই অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় ঢাকার চতুর্থ স্থান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫

ছবি: শাহজালাল রোহান

ঢাকার বায়ুমান আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান যাচাইকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টার মধ্যে ঢাকার বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) স্কোর ছিল ২১৭। এটি জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

আইকিউ এয়ারের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা (স্কোর ২৮৫), দ্বিতীয় স্থানে মিসরের কায়রো (২৭০), তৃতীয় স্থানে ভারতের দিল্লি (২৪০) এবং চতুর্থ স্থানে ঢাকা। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি (স্কোর ১৯৩), যা ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনায়, বায়ুমান স্কোর ০-৫০ ‘ভালো’, ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’, এবং ৩০০-এর বেশি হলে সেটিকে ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত করা হয়।

বিশ্বের অন্যান্য প্রধান শহরের সঙ্গে ঢাকার অবস্থান এ অঞ্চলের বায়ু দূষণ পরিস্থিতির ভয়াবহতার দিকটি আরও স্পষ্ট করছে।