লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, পুড়লো তারকাদের বাড়ি-গাড়ি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলেস শহরের বিলাসবহুল অঞ্চল প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকায় অবস্থিত হলিউডের বিখ্যাত তারকাদের বাড়ি-গাড়িসহ বহু সম্পত্তি আগুনে পুড়ে গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হতে পারে। দাবানলে ইতিমধ্যে ২৭ হাজার একর জায়গা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক হাজার কোটি থেকে ছয় হাজার কোটি ডলার হতে পারে।

হলিউড তারকা জেমস উড, জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেকের বাড়ি পুড়ে গেছে। অভিনেত্রী প্যারিস হিলটনও গৃহহারা হয়েছেন।

প্যাসিফিক প্যালিসেডসের তুলনামূলক সস্তা বীমা খরচের বিষয়টি এবার দাবানলের ফলে পরিবর্তন হতে পারে। স্থানীয় বাড়ির মালিকেরা গড়ে ৫,৪৫০ ডলার প্রিমিয়াম দিতেন, যা যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যের তুলনায় কম। বিশ্লেষকরা বলছেন, এই দাবানলের পর বীমার নীতিমালা কঠোর হওয়া এবং খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দাবানল প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তরের পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্তও এক শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই ভয়াবহ দাবানল সাধারণ মানুষ থেকে হলিউডের তারকা—সবাইকে বিপর্যস্ত করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Nagad