একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিবের পদে বড় পরিবর্তন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

দেশের সাতটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে প্রেষণে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব করা হয়েছে। বিদায়ী সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে বদলি করা হয়েছে।

পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীকে নতুন সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিদায়ী সচিব অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে রাজশাহী মহিলা কলেজে বদলি করা হয়েছে।

কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিদায়ী সচিব অধ্যাপক নুর মোহাম্মদকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে।

নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিনকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব করা হয়েছে। বিদায়ী সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে নোয়াখালীর চৌমুহনীর সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে।

বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলামকে নতুন সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিদায়ী সচিব অধ্যাপক সোমনাথ মন্ডলকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে।

Nagad

দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাককে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিদায়ী সচিব অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।

ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলামকে যশোর শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিদায়ী সচিব অধ্যাপক এম আব্দুর রহিমকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর সচিব পদে এই রদবদল মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমের একটি বড় পদক্ষেপ। এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষা খাতের উন্নয়ন ও সমন্বয় সাধন হবে বলে আশা করা হচ্ছে।