বার্সার শিরোপা উৎসব: রিয়ালকে হারিয়ে সুপারকোপায় ১৫তম মুকুট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

স্প্যানিশ সুপারকোপার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছে বার্সেলোনা। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে রোববার রাতে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে কাতালানরা ৫-২ গোলের জয় তুলে নেয়।

রাফায়েল রাফিনিয়ার জোড়া গোল ও রবার্ট লেভান্ডফস্কি, লামিনে ইয়ামাল এবং আলেহান্দ্রো বাল্দের অসাধারণ পারফরম্যান্সে জয় নিশ্চিত করে বার্সা। রিয়ালের পক্ষে কিলিয়ান এমবাপে ও রদ্রিগো গোয়েস একটি করে গোল করলেও সেটা যথেষ্ট ছিল না।

খেলা শুরুতেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে। প্রথমেই রিয়াল এগিয়ে যায় এমবাপের গোলের মাধ্যমে। তবে বার্সেলোনা দ্রুত ম্যাচে ফিরতে সক্ষম হয়। ২১ মিনিটে লামিনে ইয়ামাল দারুণ দক্ষতায় গোল করে সমতা ফেরান। এরপর লেভান্ডফস্কির পেনাল্টি ও রাফিনিয়ার হেডে স্কোরলাইন হয়ে যায় ৩-১।

প্রথমার্ধের শেষ মুহূর্তে আলেহান্দ্রো বাল্দের চোখধাঁধানো শটে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনিয়া তার দ্বিতীয় গোলটি করেন।

৫৬ মিনিটে গোলরক্ষক ভয়চেক সিজনি লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় বার্সেলোনা। তবে রিয়াল এই সুযোগ কাজে লাগিয়ে রদ্রিগোর দুর্দান্ত ফ্রি-কিক থেকে একটি গোল শোধ করে।

শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি। বরং বার্সেলোনা নিজেদের রক্ষণ সামলে রেখে ম্যাচ শেষ করে জয় উদযাপন করে।

Nagad

এই শিরোপা জয় দিয়ে বার্সেলোনা স্প্যানিশ সুপারকোপায় নিজেদের রেকর্ড ১৫তম শিরোপা নিশ্চিত করেছে। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা নতুনভাবে নিজেদের প্রমাণ করেছে, আর কার্লো আনচেলত্তির রিয়ালের জন্য এটি ছিল এক হতাশার রাত।

বার্সা ভক্তদের জন্য এটি স্মরণীয় জয়, যা ফুটবলের ইতিহাসে বিশেষভাবে জায়গা করে নেবে।