হাইকোর্টের রায় বাতিল, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার মুক্তি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেন।

এর আগে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া ও অপর দুই আসামি আপিল করেন। দীর্ঘ শুনানির পর আপিল বিভাগ বুধবার রায় ঘোষণা করে তাদের খালাস দেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও চারজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তীতে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন। তবে আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বাতিল করে তাকে খালাস দেন।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আরও অনেকে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং দুদকের পক্ষে সিনিয়র আইনজীবী মো. আসিফ হাসান শুনানি করেন।

বিএনপির আইনজীবীরা মনে করছেন, প্রধান অভিযুক্তের খালাসের ফলে মামলার অন্যান্য আসামিরাও খালাস পাওয়ার অধিকার রাখেন। তারা দাবি করেছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং খালেদা জিয়া কোনো অপরাধ করেননি।

Nagad

শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় খালেদা জিয়ার সাজা মওকুফ হলেও তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, তিনি ক্ষমা চাননি এবং আইনগতভাবেই নিজের নির্দোষ প্রমাণে অটল ছিলেন।