পুলিশ সংস্কারে সুপারিশ: কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি সংস্কারমূলক সুপারিশ পেশ করেছে পুলিশ সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রধান সুপারিশসমূহ
১. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ:
পুলিশের শক্তি প্রয়োগে পাঁচ স্তরের একটি মডেল প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ইউরোপীয় মডেল অনুসরণের কথা বলা হয়েছে, যাতে জনসমাবেশ নিয়ন্ত্রণে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ হয় এবং প্রাণহানির ঘটনা না ঘটে।

২. রাজনৈতিক প্রভাবমুক্তকরণ:
আওয়ামী লীগের শাসনামলে পুলিশের বিরুদ্ধে ভিন্নমত দমনে ব্যবহার এবং অনুগত কর্মকর্তাদের পুরস্কৃত করার অভিযোগ তুলে এ বিষয়ে সংস্কারের সুপারিশ করা হয়েছে।

পরোয়ানা ছাড়া গ্রেপ্তার বন্ধ:
পরোয়ানা ছাড়া গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

নারী পুলিশের জন্য বিশেষ ডেস্ক:
প্রতিটি থানায় নারী পুলিশের জন্য ২৪ ঘণ্টার ডেস্ক স্থাপন এবং নারী আসামি ও অভিযোগকারীদের সহায়তায় বিশেষ পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

পুলিশ ভেরিফিকেশনে সহজীকরণ:
চাকরির ক্ষেত্রে আত্মীয়-স্বজনের রাজনৈতিক সম্পৃক্ততা যাচাইয়ের প্রথা বাতিল করে জাতীয় পরিচয়পত্রের ওপর ভিত্তি করে সহজ প্রক্রিয়া প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

Nagad

কমিশনের বক্তব্য
পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ বলেন, জনসাধারণের হয়রানি কমাতে এবং শক্তি প্রয়োগের মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনাগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কমিশন সুপারিশগুলোকে তিন ভাগে ভাগ করেছে—অবিলম্বে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে। কিছু সুপারিশ বাস্তবায়নে আইনি পরিবর্তন ও আর্থিক বরাদ্দ প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

২০২৩ সালের ৩ অক্টোবর গঠিত এই কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমার সময়সীমা দেওয়া হয়েছিল। মেয়াদ বাড়িয়ে ১৫ জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়।

প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া সুপারিশগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নের পথে অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের প্রধান।

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশমালা দেখতে ক্লিক করুন এখানে।