ডেসটিনির রফিকুল আমীন ১২ বছর পর কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন দীর্ঘ ১২ বছর কারাভোগের পর কারামুক্ত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

এর আগে, একই দিনে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছরের কারাদণ্ড এবং ৪ হাজার ৫১৫ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৪৫৪ টাকা অর্থদণ্ড দেন। তবে আদালত রায়ে উল্লেখ করেন, কারাগারে থাকা সময় সাজা থেকে বাদ যাবে। এ কারণে কারাগারে থাকার সময় শেষ হওয়ায় তার মুক্তিতে কোনো বাধা নেই।

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা গাছ বিক্রির নামে ২ হাজার ২৫৮ কোটি টাকা আত্মসাৎ করেন। এছাড়া ঋণপত্র (এলসি) হিসাবে ৫৬ কোটি ১৯ লাখ টাকা এবং ২ লাখ ৬ হাজার ডলার পাচারের অভিযোগ রয়েছে।

২০১২ সালের ১২ মে রফিকুল আমীনের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের মামলা হয়। মামলার তদন্তে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়ার পর আদালত ২০২২ সালে তার ১২ বছরের কারাদণ্ডাদেশ দেন।

রফিকুল আমীন ছাড়াও সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডেসটিনির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোফরানুল হকসহ আরও ১৫ জন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী এহসানুল মাহবুব সমাজী জানান, তিনজন আসামি ইতিমধ্যে ১২ বছর কারাভোগ করেছেন। রায়ের আলোকে তাদের সাজা পূর্ণ হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।

Nagad

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এখনো ক্ষতিপূরণ দাবি করে আসছেন।