চট্টগ্রাম আইসিটি ফেয়ার: প্রযুক্তি উদ্ভাবনের সম্ভাবনা উন্মোচনে তিন দিনের আয়োজন
চট্টগ্রাম নগরির জিইসি কনভেনশন সেন্টারে বুধবার (১৫ জানুয়ারি) সকালে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এখন সংস্কারের সময়। ইন্টারনেট পরিষেবায় সহযোগিতামূলক মডেল গ্রহণের মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। প্রযুক্তির অগ্রযাত্রায় সেবার মান বজায় রাখাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।”


বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন জানান, “প্রযুক্তিবান্ধব শহর গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”
আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হক বলেন, “আইএসপি খাতে নানা সংকটের মধ্যেও আমরা কাজ করে যাচ্ছি। তবে অবৈধ আইএসপি বন্ধ ও লাইসেন্স আপগ্রেডেশনের মতো সমস্যাগুলোর সমাধান প্রয়োজন।”
মেলায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য নাজিম উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত কমিশনার শরীফ উদ্দিন, এবং অন্যান্য অতিথিরা।
আয়োজন ও কার্যক্রম
আইসিটি ফেয়ারটি ১৫ থেকে ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় প্রযুক্তি উদ্ভাবন, রোবোটিক্স প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বিতর্ক, কুইজ এবং ইন্টারনেট পণ্য প্রদর্শনীর মতো কার্যক্রম অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে প্রযুক্তিতে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’ প্রযুক্তির উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের জন্য জ্ঞান বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।