এনসিটিবির সামনে সংঘর্ষ: ৩০০ জনের বিরুদ্ধে পাহাড়ি ছাত্র পরিষদের মামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ একটি মামলা দায়ের করেছে। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে আরিফ আল খবির ও মো. আব্বাস নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল এনসিটিবি ভবনের দিকে অগ্রসর হলে স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারে থাকা অন্য একটি দলের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে অনন্ত বিকাশ ধামাই, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, ডন জেত্রা, জুয়েল থিওটনিয়াসসহ ১৫ জন গুরুতর আহত হন।

বর্তমানে তিনজন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন। বাকিরা হাসপাতালে ও বাসায় চিকিৎসাধীন।

পুলিশ এ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে এবং আরও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

Nagad