দুর্ঘটনায় আহত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

রাজধানীর নিউমার্কেট এলাকায় রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। ১৭ জানুয়ারি বিকালে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

শাওন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে লিখেছেন, “নিউমার্কেটের ভেতরের রাস্তা পার হওয়ার সময় একটি অটোচালিত রিকশা আমাকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে আমি রাস্তায় পড়ে গিয়ে বাম পায়ে গুরুতর আঘাত পাই।”

তিনি দুর্ঘটনার পর তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিকশাচালক ও আশেপাশের মানুষদের প্রতি, যারা তাকে সাহায্য করেছেন। শাওন জানান, পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হলেও তার পা ভাঙেনি, এবং পূর্ণ বিশ্রাম ও চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

শাওন আরও লেখেন, “এই ঘটনায় আমার মেয়ে অর্পিতার সহায়তা বিশেষ ছিল, যিনি ঠাণ্ডা মাথায় আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।”

অভিনেত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং দ্রুত সুস্থতার আশাবাদ ব্যক্ত করেছেন।

Nagad