চট্টগ্রামে রোভার গ্রুপ সভাপতিদের ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

চট্টগ্রাম জেলার ৫৫টি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও মুক্ত দলের সভাপতিদের অংশগ্রহণে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার আয়োজনে চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী রোভার গ্রুপ সভাপতি ওয়ার্কশপ।

রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিন খান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক মো. রুহুল আমিন খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. আবুল হাসেম চৌধুরী।

স্কাউটিং সম্প্রসারণ বিষয়ে বক্তব্য রাখেন সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, সাবেক কমিশনার অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন এবং সাবেক সম্পাদক এজেডএম বোরহান উদ্দিন।

দিনব্যাপী এই ওয়ার্কশপে ৫৭ জন গ্রুপ সভাপতি, ৬ জন কর্মকর্তা এবং ৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্কাউটিংয়ের কার্যক্রম আরও প্রসারের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হয়।

Nagad