‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব আসেনি, বিচার চলবে’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে পাঠানো চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘জবাব না দিলেও বিচারপ্রক্রিয়া চলবে আইন অনুযায়ী।’’
তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো জবাব এখনও দেয়নি ভারত। দেশটি জবাব না দিলেও আইন তার নিজস্ব গতিতে চলবে। বিচারপ্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে।


গত বছরের ২৩ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আমরা ভারতকে জানিয়েছি। তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে।
গত ২৩ ডিসেম্বর ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটি।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। এই ঘটনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে।