সামনের নির্বাচন সহজ নয়, জনগণের সমর্থনই মূল শক্তি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের নির্বাচন এত সহজ হবে না। জনগণই বিএনপির শক্তি ও সমর্থনের উৎস। যদি জনগণ মুখ ফিরিয়ে নেয়, তাহলে দলের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, ভুল করলে জনগণ কঠিন বার্তা দিতে পারে।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তারেক রহমান বলেন, “আমাদের কাছে ৫ আগস্টের মতো উদাহরণ রয়েছে, যেখানে জনগণের ক্ষিপ্ত প্রতিক্রিয়া কীভাবে স্বৈরাচারকে দেশছাড়া করতে বাধ্য করেছে। আমাদের সঠিক পথে থাকতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “যে কেউ যদি সরকারের বিরুদ্ধে বা আমাদের দলের ক্ষতি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণ যদি মনে করে আমরা তাদের প্রত্যাশা পূরণ করছি, তবেই আমরা সফল হব।”
তারেক রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সামনের নির্বাচনে টিকে থাকতে হলে জনগণের পাশে থাকতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে হবে এবং সঠিক নেতৃত্ব দিতে হবে। দলকে শক্তিশালী করার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”
তিনি বলেন, “কিছু রাজনৈতিক দল এবং বিরোধী পক্ষ নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সতর্ক থাকতে হবে। সামনের নির্বাচন সহজ নয়। বিএনপির গ্রাম পর্যন্ত শাখা-প্রশাখা থাকলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। জনগণের সমর্থন পেতে হলে আরো কঠোর পরিশ্রম করতে হবে।”
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ও কবি আব্দুল হাই শিকদারসহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।