শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার চিত্রনায়িকা নিপুণ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মিথ্যা বিবৃতি প্রদান এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত রবিবার (২০ জানুয়ারি) কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে নিপুণকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে একটি বিবৃতি দেন নিপুণ। বিবৃতিতে নিজেকে “সাবেক সাধারণ সম্পাদক” উল্লেখ করেন এবং পরদিন তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। শিল্পী সমিতির মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি ওই বছরের ৩০ জুলাই সভায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে নিপুণ সেই নোটিশের কোনো জবাব দেননি।

এছাড়া, সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল সম্পর্কে “কুরুচিপূর্ণ” মন্তব্য করার অভিযোগও তোলেন পরিষদের সদস্যরা। সমিতির গঠনতন্ত্র পরিপন্থি কাজ করার কারণে তাকে একাধিকবার সতর্ক করা হলেও কোনো প্রতিক্রিয়া জানাননি নিপুণ।

সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ নিয়ে আরও কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিপুণ আক্তারের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি।

Nagad

শিল্পী সমিতি থেকে আজীবনের বহিষ্কার হওয়া চিত্রনায়িকা নিপুণ এই সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।